দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ চাকরির খবর ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ জব সার্কুলার 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে নিয়োগ, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরির আবেদন, The Security Printing Corporation Bangladesh Ltd. SPCBL Job Circular 2021, The Security Printing Corporation Bangladesh Ltd. spcbl Job Circular, spcbl Job Circular 2021, spcbl.org.bd,

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-SPCBL Job Circular 2021

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ চাকরির খবর ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ জব সার্কুলার 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে নিয়োগ, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরির আবেদন, The Security Printing Corporation Bangladesh Ltd. SPCBL Job Circular 2021, The Security Printing Corporation Bangladesh Ltd. spcbl Job Circular, spcbl Job Circular 2021, spcbl.org.bd,

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের  সুবিধার্থে নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তির  বিবরণ দিয়েছি।  সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন। আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার সাথে কোনও অবস্থানের মিল খুঁজে পেয়ে থাকেন তবে চিত্রের ফাইলের নীচে দেওয়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ এর (The Security Printing Corporation Bangladesh Ltd. SPCBL Job Circular 2021) চাকরির বিজ্ঞপ্তি-২০২১ দেখতে পারেন।

Also, এছাড়াও আপনার নিকটতম বন্ধুদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত করুন তবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার সাথে কোনও অবস্থানের মিল খুঁজে পেয়ে থাকে তবে তারাও আবেদন করতে পারবে।

আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। saptahik chakrir khobor potrika (pdf)

আরো পড়ুন:  সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা । chakrir dak potrika pdf download

The Security Printing Corporation Bangladesh Ltd. spcbl Job Circular 2021

দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লি:, গাজীপুর এ নিমােক্ত পদসমূহে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিতে অস্থায়ীভাবে নিয়ােগ/প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট থেকে online এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদসমূহে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যােগ্যতা, বেতনস্কেল, বয়স ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলাে:

  • পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল কন্ট্রোল)
  • বেতন স্কেল ও গ্রেড: ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-০৯)
  • পদের সংখ্যা: ০১(এক)টি
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যে কোন ২টিতে ১ম শ্রেণি/বিভাগ। 
  • পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)
  • বেতন স্কেল ও গ্রেড: ১৬০০০-৩৮৬৪০/-(গ্রেড-১০)
  • পদ সংখ্যা: ০১(এক)টি
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যে কোন ১টিতে ১ম শ্রেণি/বিভাগ।
  • পদের নাম: রেমিট্যান্স অফিসার
  • বেতন স্কেল ও গ্রেড: ১৬০০০-৩৮৬৪০/-(গ্রেড-১০)
  • পদ সংখ্যা: ০১(এক)টি
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যে কোন ২টিতে ১ম শ্রেণি/বিভাগ।

১। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে-শিম/শা:১১/5১(অংশ)/৫৮২ ও শিম/শা:১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে : 

(ক) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে – 

জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ 

জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ

জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম তৃতীয় বিভাগ

(খ) অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে – 

অর্জিত সিজিপিএসমতুল্য শ্রেণি/বিভাগ 
৪.০০ পয়েন্ট স্কেলে৫.০০ পয়েন্ট স্কেলে
৩.০০ বা তদূর্ধ্ব ৩.৭৫ বা তদূর্ধ্বপ্রথম শ্রেণি/ বিভাগ
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কমদ্বিতীয় শ্রেণি/ বিভাগ 
১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কমতৃতীয় শ্রেণি/ বিভাগ

২। বয়স (২৫/০৩/২০২১ তারিখে): ক) সর্বোচ্চ ৩০ বছর।

খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য। 

৩। আগ্রহী প্রার্থীদেরকে ২৫/০৪/২০২১ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত  ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)- এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

Important Instruction : We strongly advise you to read our Guidance for Online Job application before starting to fill in the form. It provides useful tips about filling in the form online
Check Rocket Bill Payment Process for payment against a Job Circular..

Photo/Signature change related instruction:Applicant can upload photo/signature from Edit resume in case of absent photo/signature. Do not email for photo/signature changes if you already have an valid photo/signature. Applicant photo/signature may be changed by BB authority in case of invalid photo/signature. Otherwise no photo/signature will be changed.
Job IDPositionNo of PostSalary ScaleAge calculated onEducational requirementPaymentDeadlineApply
Advertisement published by: Human Resources Department 1, Bangladesh Bank
237Assistant Manager (Internal Control) of SPCBL  [View Circular]1Under National Pay Scale 2015, BDT 22,000-53,06025/03/2021Four year Honors/Masters degree from any Govt. approved university with at-least two first division/class. Third division/class in any examination is not allowed.N/A25/04/2021
238Sub-Assistant Engineer (Civil) of Security Printing Corporation (Bangladesh) Ltd.  [View Circular]1Under National Pay Scale 2015, BDT 16,000-38,64025/03/2021Diploma in Civil Engineering with at-least 1 first division/class in any exam. Third division/class in any examination is not allowed.N/A25/04/2021
239Remittance Officer of SPCBL  [View Circular]1Under National Pay Scale 2015, BDT 16,000-38,64025/03/2021Four year Honors/Masters degree from any Govt. approved university with at-least two first division/class. Third division/class in any examination is not allowed.N/A25/04/2021

৪। O’ Level এবং A’ Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Certificate of Equivalence), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Certificate of Equivalence) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫। Online Application Form এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

৬। অনলাইনে আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

৭। Online এ আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র Download করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়ােজন হবে।

৮। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। 

৯। চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ০৮নং ক্রমিকে উল্লিখিত শর্ত মােতাবেক দলিলাদি দাখিলের সময় তা তাদের স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের অনুমােদনসহ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

১০। পদের সংখ্যা কম/বেশী হতে পারে।

১১। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থী তাঁর স্বাক্ষর ও সদ্য তােলা Formal রঙিন ছবি আপলােড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রউন্ড অবশ্যই সাদা হতে হবে। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

১২। প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১৩। মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে আবেদনের সময় স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নােটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বাের্ডে জমা দিতে হবে।

১৪। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

১৫। কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যােগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

১৬। উপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ চাকরির খবর ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ জব সার্কুলার 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে নিয়োগ, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরির আবেদন, The Security Printing Corporation Bangladesh Ltd. SPCBL Job Circular 2021, The Security Printing Corporation Bangladesh Ltd. spcbl Job Circular, spcbl Job Circular 2021, spcbl.org.bd,
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ চাকরির খবর ২০২১, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ জব সার্কুলার 2021, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে নিয়োগ, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরি, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে চাকরির আবেদন, The Security Printing Corporation Bangladesh Ltd. SPCBL Job Circular 2021, The Security Printing Corporation Bangladesh Ltd. spcbl Job Circular, spcbl Job Circular 2021, spcbl.org.bd,

Guidance for Online Job application: 

(*) Indicates Mandatory Field.  

Before starting to fill up the Application, make sure you have a scanned or digital print of your Passport size photograph.

Fill up the text boxes with appropriate information.  

Whenever a select box is given, you can choose your appropriate information from the list. E.g. Marital Status, Home District, Exam name etc. 

Select your passport size photo by clicking Browse button, to specify the location. Photo size should not exceed 80 Kilobyte. Preferred dimension is 600×600 pixels.

To select your Date of Birth (DOB), click the calendar image on the right hand side of Date of Birth text box.A calendar will appear. You can select your Birth Year by clicking the Current Year (2011) given. A list of year from 1979 to 1992 will be shown. Same for Birth Month. 

Select District of your Permanent Address from the Home District List Box.

For any date except DOB, you have to type the date in dd/mm/yyyy format. If you input invalid date, error message appear on screen.

You can input your Education information from SSC to Graduation which you already have passed.

Password should be at least 6 characters, No space allowed.

You have to type the text in Security image. It is not case sensitive. You can input the whole in small or capital letter.

Please provide your contact number and email address so that we can contact you if required.

Finally click the Submit Application.

** After successful submission of your application, a page appears which include an Application Tracking number, and a CV Identification Number.Please print and preserve this page.

For any further query or information, mail us at oa.query@bangladeshbank.org.bd

To edit your resume, click “Edit Resume” link on top right corner of Job List Page. Type your CV Identification Number and Password, to edit your resume.

Rocket Bill Payment Process for Bangladesh Bank e-Recruitment:

To Pay Bill of Info Link: 

Step-1: Go to your Rocket Mobile Menu by dialing *322# 

Step-2: Choose Bill Pay option 

Step-3: Choose Self or Others 

Step-4: Choose 0. “Other” (Go to “0.Other” option ) 

Step-5: Enter Biller ID number : 499 

Step-6: Enter Your Bill Number: Job ID No. 

Step-7: Enter: First part of your CV ID No. [Digits before Hyphen (-)] Step-8: Enter the bill amount : BDT 200. 

Step-9: Now enter your Rocket Mobile Menu “PIN” to confirm 

Step-10: Done! You will receive a confirmation message from 16216.

ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি নিম্নরূপঃ

Step-1: ডায়াল *৩২২#

Step-2: “১ ডায়াল করে Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে। 

Step-3: নিজের একাউন্ট থেকে Payment করতে চাইলে “১ ডায়াল করে Self” অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে Payment দিতে চাইলে “২ ডায়াল করে Other” অপশন সিলেক্ট করে Enter Payer Mobile No. এর স্থলে আবেদনকারীর মােবাইল নাম্বার দিতে হবে। 

Step-4:Bangladesh Bank বিল প্রদান করতে “০” ডায়াল করুন।

Step-5: Enter Biller ID. এর স্থলে “499 টাইপ করতে হবে।

Step-6: Enter Bill Number এর স্থলে অবশ্যই Job ID No. টি প্রদান করতে হবে।

Step-7: First part of CV ID No. [Digits before Hyphen (-)] টি প্রদান করতে হবে। 

Step-8: Enter Amount – Tk. 200. 

Step-9: Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং (Rocket) Account এর PIN নম্বর দিতে হবে। 

Step-10: রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top