খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের  সুবিধার্থে নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তির  বিবরণ দিয়েছি।  সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন। আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার সাথে কোনও অবস্থানের মিল খুঁজে পেয়ে থাকেন তবে চিত্রের ফাইলের নীচে দেওয়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর (Khagrachari Hill District Council KHDC job circular 2021)চাকরির বিজ্ঞপ্তি-২০২১ দেখতে পারেন।

Also, এছাড়াও আপনার নিকটতম বন্ধুদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত করুন তবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার সাথে কোনও অবস্থানের মিল খুঁজে পেয়ে থাকে তবে তারাও আবেদন করতে পারবে।

আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। saptahik chakrir khobor potrika (pdf)

আরো পড়ুন:  সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা । chakrir dak potrika pdf download

Khagrachari Hill District Council KHDC job circular 2021:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন রাজস্ব খাতে/সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাকপ্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট “সহকারী শিক্ষক পদে নিম্নেবর্ণিত বেতনস্কেলে অস্থায়ীভাবে নিয়ােগের জন্য শুধুমাত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্রের নমুনা ফরমে স্বহস্তে লিখা দরখাস্ত আহবান করা যাচ্ছে : 

পদের নাম ও সংখ্যা | বয়স। | বেতনক্রম, শিক্ষাগত যােগ্যতা 

  • সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক/রাজস্ব)
  • (সদর-২৭টি, দীঘিনালা- ৫৩টি, পানছড়ি- ৩৫টি, মহালছড়ি- ৩২টি, মাটিরাংগা- ৩৪টি, রামগড়- ১৬টি, (গ্রেড-১৩)। মানিকছড়ি- ১৯টি, লক্ষ্মীছড়ি- ২৫টি, গুইমারা- ১৭টি  
  • সর্বমােট পদের সংখ্যা ২৫৮(দুইশত আটান্ন)টি]  (শুন্য পদের সংখ্যা কমবেশী হতে পারে।)
  • ১৮ হতে সর্বোচ্চ ৪০ বছর | (শর্তাবলীর ৬নং ক্রমিক  অনুযায়ী)
  • টাকা ১১,০০০-২৬,৫৯০/- জাতীয় বেতন স্কেল,২০১৫ অনুযায়ী)
  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের  সিজিপিএসহ স্নাতক বা স্নাতক   (সম্মান) বা সমমানের ডিগ্রী। (নিয়ােগ বিধি ২০১৯ অনুযায়ী) 

৪। শর্তাবলী: KHDC job circular 2021

১। আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি বরাবরে দরখাস্তের নমুনা ছক অনুযায়ী পূর্ণনাম ও স্বাক্ষরসহ স্বহস্তে ছক পূরণ পূর্বক আবেদন ০৫(পাঁচ)নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী ৩১ মার্চ, ২০২১ তারিখ রােজ বুধবার বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, খাগড়াছড়ি এর কার্যালয়ে ডাকযােগে/সরাসরি পৌছাতে হবে। নির্ধারিত সময় ও তারিখের পর সরাসরি বা ডাকযােগে প্রেরিত কোন দরখাস্তআবেদন গ্রহণ করা হবে না। 

২। প্রার্থীকে অবশ্যই সহকারী শিক্ষক পদের প্রকৃতি উল্লেখ পূর্বক আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পদের প্রকৃতি উল্লেখ না থাকলে কিংবা অনিবার্য কারণে পদের প্রকৃতি পরিবর্তনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। 

৩। দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়ােগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম

তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। বিবাহিতা প্রার্থীগণ দরখাস্তে তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্ত করতে পারবেন। তবে, এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্তে উল্লেখ করবেন, তাঁর প্রার্থিতা সেই উপজেলার কোটায় বিবেচিত হবে। 

৪। নির্ধারিত আবেদনপত্রের ফরম ও প্রবেশপত্র প্রার্থীকে স্বহস্তে লিখে পূরণ করতে হবে। আবেদনকারী আবেদন ফরমে ও প্রবেশপত্রের স্বাক্ষরের স্থানে স্বহস্তে স্বাক্ষর করবেন। আবেদন ফরম ও প্রবেশপত্রের স্বাক্ষরের স্থানে প্রার্থী কর্তৃক স্বহস্তে স্বাক্ষর না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অসত্যভুয়া তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োেগ কার্যক্রম চলাকালে যে কোনাে পর্যায়ে বা নিয়ােগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

৫। আবেদনকারীর আবেদনপত্রের সাথে নিম্নেবর্ণিত সনদপত্রের ফটোকপি এবং ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবেঃ

(ক) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র; 

(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কতৃক প্রদত্ত নাগরিক সনদপত্র; 

(গ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সংযুক্ত ছকে উল্লিখিত তথ্য ও চাহিত সকল প্রকার সনদপত্র; 

(ঘ) জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র; 

(ঙ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; (চ) পােষ্য কোটার প্রার্থীদের(১২নং শর্ত মােতাবেক) ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সদ্য (৩১ জানুয়ারি,২০২১ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পােষ্য সনদপত্র; 

(ছ) খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে সংশ্লিষ্ট সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র; 

(জ) আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ৪০০/= (চারশত) টাকা (অফেরতযােগ্য) সােনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং ২০০০২৫২২৬ -এ জমা দিয়ে জমা স্লীপের মুলকপি সংযুক্ত করতে হবে। 

৬। ০১ মার্চ, ২০২১ তারিখে প্রার্থীর বয়স জনপ্রশাসন মন্ত্রণালয় (পূর্বের সংস্থাপন মন্ত্রণালয়) এর ১৬/০১/১৯৮৫ ইং তারিখের এসই/ আরআই/এস-১৩/৮৪ (পিটি ১) -২০(৭৫) , ১০/০২/১৯৯১ইং তারিখের সম(এডি-২)-৩৯/৯১-১৪৩নং স্মারক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬/৯/২০০৪ইং তারিখের পাচবিম(প-১) নিঃশর্ত/১৪৭/ ২০০৪-১৬৫নং স্মারক মােতাবেক মুক্তিযােদ্ধা কোটাসহ সকল ক্যাটাগরীর প্রার্থীদের ক্ষেত্রে ১৮ হতে সর্বোচ্চ ৪০ বছর। বয়সনিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

৭। চাকুরীরত প্রার্থীদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে দরখাস্ত পেঁৗছাতে হবে। দরখাস্তের কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 

৮। নির্বাচিত প্রার্থীকে যে উপজেলায় নিয়ােগ দেয়া হবে, তাঁকে আবশ্যিকভাবে সে উপজেলায় চাকুরী করতে হবে মর্মে রাজী থাকলে আবেদন করতে অনুরােধ করা হলাে, অন্যথায় আবেদন করার প্রয়ােজন নেই। 

৯। দরখাস্তের নমুনা ছক, মুক্তিযােদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য ছক এবং প্রবেশ পত্রের নমুনা হুক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়, জেলা

প্রশাসকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং সকল উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের নােটিশ বাের্ডে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইটে (www.khdc.gov.bd) পাওয়া যাবে। 

১০। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল মাত্র যােগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযােগ দেয়া হবে। মৌখিক পরীক্ষার ফলাফল (৯নং শর্ত বর্ণিত) সংশ্লিষ্ট কার্যালয়ে/ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য কোন কার্ড ইস্যু করা হবে না।

১১। আবেদনকারীগণকে আবেদনপত্রের খামের উপর লালকালি দ্বারা পদের নাম ও ধরণ, উপজেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। বিভিন্ন কোটার প্রার্থীদের ক্ষেত্রে খামের ডান পাশে প্রযােজ্য কোটার নাম উল্লেখ করতে হবে। 

১২।পােষ্য’ অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/প্রধান শিক্ষক পদে নিয়ােজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকুরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের তালাকপ্রাপ্তা বা বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী (যেক্ষেত্রে যেটি প্রযােজ্য) যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন, ক্ষেত্রমত তিনি জীবিত থকিলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদেরকে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ অর্থাৎ ৩১ জানুয়ারি,২০২১ তারিখ পর্যন্ত তিনি পােষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। উল্লিখিত সনদ দাখিল করতে কোন প্রার্থী ব্যর্থ হলে তিনি পােষ্য কোটার পরিবর্তে সাধারণ কোটার প্রার্থী গণ্য হবেন। 

১৩। নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগবিধি অনুযায়ী কোটা নীতি অনুসরণ করা হবে। তাছাড়া, পরিষদ আইন মােতাবেক এ জেলার উপজাতীয় স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক অনুসৃত সম্প্রদায় ভিত্তিক কোটা যথারীতি অনুসরণ করা হবে। 

১৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল প্রকার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ইসকৃত কার্ড প্রদর্শন করতে হবে।

১৫। প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে প্রাক-প্রাথমিক শিক্ষাদান সংক্রান্ত বিশেষ ধরণের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে রাজস্বখাতে সৃজিতব্য সহকারী শিক্ষক পদে নিয়মিত বেতন স্কেলে অস্থায়ীভাবে নিয়ােগ প্রদান করা হবে। 

১৬। এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য থাকবে না।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাকরির খবর ২০২১, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জব সার্কুলার 2021, Khagrachari Hill District Council KHDC job circular 2021, KHDC job circular 2021,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top