বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল, কম সিজিপিএ নিয়ে স্কলারশীপ বিনা খরচে বিদেশে পড়াশোনা, পিএইচডি করার যোগ্যতা কি, মালয়েশিয়া স্কলারশিপ ২০২০, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০২০, এইচএসসির পর বিদেশে স্কলারশিপ, জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ,স্কলারশিপ ২০১৯-২০২০, ভারতে উচ্চশিক্ষা স্কলারশিপ ,দুবাই স্কলারশিপ ,Ssc এর পর বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বিদেশে, বিদেশে বি এস সি যুক্তরাষ্ট্রের স্কলারশিপ, স্কলারশিপের খোজ খবর মনবুশো স্কলারশিপ, আমেরিকায় স্কলারশিপ ,সুইডেনে পড়াশোনার খরচ, বিদেশে উচ্চশিক্ষার খরচ, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল ,দেশের বাইরে বিএসসি, ভারতে উচ্চ শিক্ষার খরচ, Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ব্রুনাই স্কলারশিপ ২০১৯-২০২০, তুরস্ক স্কলারশিপ ২০২০, ফাইন আর্টস স্কলারশিপ রাশিয়ায় স্কলারশিপ,Mustak Ahmmed Shanto, মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto, Global Process Limited, undergraduate study abroad scholarships, i want to study abroad for free, scholarship for bangladeshi students 2020 fully funded, scholarships 2020, scholarship in canada full free ,scholarship for bangladeshi students in Canada, daad scholarship full free, scholarship for bangladeshi students in australia

করোনাভাইরাস পরবর্তী সময় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ

Mustak Ahmmed Shanto, মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto, Global Process Limited: বিশ্বজুড়ে লকডাউনের কারণে বাইরের দেশে লেখাপড়ার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে ৷ তবে কম প্রতিযোগিতার কারণে বিদেশে উচ্চশিক্ষায় আবেদন করার জন্য এটিই সেরা সময় হতে পারে ৷ এছাড়া এখন স্কলারশীপের সুযোগ তো রয়েছেই ৷

নোভেল করোনাভাইরাস মোকাবেলার পর বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ দেখে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম “গ্লোবাল প্রসেস লিমিটেড” এর সিইও মোস্তাক আমাম্মেদ শান্ত আমাদের বলেন, বাংলাদেশী শিক্ষার্থীরা করোনা পরিস্থিতির কারনে বিদেশের বিশ্ববিদ্যালয়ে এডমিশনের বিষয়টি ভয় পাচ্ছে ৷ কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা ৷ ভয় পাওয়ার কোনো কারণ নেই ৷ প্রতিটা দেশ পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই বিকল্প ব্যবস্থায় বিদেশি স্টুডেন্ট এডমিশন করাচ্ছে ৷ এতে করে এই সময় প্রকৃত শিক্ষার্থীরা সহজেই বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং পচ্ছন্দের সাবজেক্ট বেছে নিতে পারেন।

মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto

বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল, কম সিজিপিএ নিয়ে স্কলারশীপ বিনা খরচে বিদেশে পড়াশোনা, পিএইচডি করার যোগ্যতা কি, মালয়েশিয়া স্কলারশিপ ২০২০, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০২০, এইচএসসির পর বিদেশে স্কলারশিপ, জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ,স্কলারশিপ ২০১৯-২০২০, ভারতে উচ্চশিক্ষা স্কলারশিপ ,দুবাই স্কলারশিপ ,Ssc এর পর বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বিদেশে, বিদেশে বি এস সি যুক্তরাষ্ট্রের স্কলারশিপ, স্কলারশিপের খোজ খবর মনবুশো স্কলারশিপ, আমেরিকায় স্কলারশিপ ,সুইডেনে পড়াশোনার খরচ, বিদেশে উচ্চশিক্ষার খরচ, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল ,দেশের বাইরে বিএসসি, ভারতে উচ্চ শিক্ষার খরচ, Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ব্রুনাই স্কলারশিপ ২০১৯-২০২০, তুরস্ক স্কলারশিপ ২০২০, ফাইন আর্টস স্কলারশিপ রাশিয়ায় স্কলারশিপ,Mustak Ahmmed Shanto, মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto, Global Process Limited, undergraduate study abroad scholarships, i want to study abroad for free, scholarship for bangladeshi students 2020 fully funded, scholarships 2020, scholarship in canada full free ,scholarship for bangladeshi students in Canada, daad scholarship full free, scholarship for bangladeshi students in australia

প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্কলারশীপে প্রচুর পরিমান আবেদন করে তাই প্রতিযোগীতাও অনেক বেশি হয় ৷
কিন্তু এ বছর আবেদনের পরিমান কম হওয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় সুযোগ ৷ এছাড়া করোনার কারনে IELTS বা TOEFL ব্যতীত বিদেশে উচ্চ শিক্ষায় এডমিশন নেয়ার সুযোগ দিচ্ছে বিশ্বের অনেক দেশ ৷

বাহিরের দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ তারিখ ইতিমধ্যে শেষ বা শেষের দিকে ৷ যেমনঃ বেলজিয়াম, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জাপান ইত্যাদি ৷

কিন্তু কিছু দেশের বিশ্ববিদ্যালয়ের সেশন সারা বছরে তিনবার করে থাকে যেমন, চীন মালয়েশিয়া, রাশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, কিরগিজস্তান, কাজাগিস্থান ও কানাডা ৷ এগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ ৷ এসব দেশে সেশন মাত্র শুরু হয়েছে এপ্রিলের থেকে চলবে জুন- জুলাই – আগস্ট পর্যন্ত ৷

করোনার কারণে যেহেতু IELTS দেয়া সম্ভব হয়নি তাই এসব দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় গুলো WithOut IELTS এডমিশন দিচ্ছে ৷ এসব দেশে স্পেশাল এডমিশন দিচ্ছে ৷ কিছু সময়ে এই এডমিশন দিয়ে থাকে শিক্ষার্থীর বিশেষ অবস্থা দেখে।

স্টুডেন্ট কি কি উপায়ে এডমিশন নিতে পারে ?

অনেক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ভাষায় হওয়ায় নিজে নিজে আবেদন করা কষ্টসাধ্য ৷
তাই বিশ্বস্ত স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম বা এজেন্সির সাহায্য নিতে পারেন ৷ এছাড়া আমাদের মত বেশ কিছু স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম সরাসরি ইউনিভার্সিটি গুলোর সরাসরি বাংলাদেশী প্রতিনিধি ৷ তাই আমাদের মাধ্যে সরাসরি এডমিশন নেয়া যায় ৷

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত

Without IELTS বা এডমিশনের তথ্য কোথায় পাবেন ?

স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম থেকে
যারা সরাসরি ইউনিভার্সিটি গুলোর সরাসরি বাংলাদেশী প্রতিনিধি বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ৷ এছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডেস্কে ইমেইল করেও সরাসরি জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সোশাল মিডিয়া প্লাটফর্মে যেমন, লিংকড-ইন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে তথ্য পেতে পারেন।

এডমিশন হলেই কি স্কলারশিপ পাওয়া যাবে ?

প্রথমত, স্কলারশিপ পাওয়া নির্ভর করে অনেক গুলো বিষয়ের উপরে। যেমনঃ কোন কোন ভার্সিটি স্কলারশীপ অফার করে ৷ এসএসসি এইচএসসি রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, ইংরেজি দক্ষতা,
এ্ক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস ইত্যাদির উপর। তবে স্কলারশিপ পেতে হলে অবশ্যই যোগ্য হতে হবে ৷ বেশির ভাগ ক্ষেত্রে আমরা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম গুলোই এডমিশনের সময়ই স্কলারশিপ সহ এডমিশনে হেল্প করে থাকি ৷

ভিসা কি হবে ?

আগের থেকে এখন ভিসা হওয়ার সম্ভাবনা একটু বেশি।

কেন ?

মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto

এপ্লিকেশনের সংখ্যা অনেক কমেছে করোনার কারণে। বিশ্ববিদ্যালয় গুলো যেহেতু এডমিশন দিচ্ছে তাই ভিসা ও হওয়ার সম্ভাবনা 100% আছে।

স্কলারশিপের ফুল ফ্রী শিক্ষার্থীদের ভিসা খুব কমই রিফিউজ হয়। যেহেতু করোনাভাইরাসের কারণে স্কলারশিপ পাওয়া অনেকটা সহজ বিষয় হবে।

কিন্তু শিক্ষার্থীদের মনে রাখতে হবে যেন VO এর সাথে ভিসা ইন্টারভিউর সময় প্রত্যয় ঠিক থাকে এবং শুধু পড়াশোনা করার জন্য যাচ্ছেন ও সেই যোগ্যতা আছে তার প্রমাণ দিতে হবে ৷

এছাড়া বিদেশি স্টুডেন্টের টাকা ও যে কোন দেশের অর্থনীতির জন্য অনেক দরকার তাই ইমিগ্রেশন সহজ হবে । (আগে দেখেছিলাম যখন কোন দেশের অর্থনীতি খারাপ থাকে তখন স্টুডেন্ট ভিসা একটু সহজে দিয়ে থাকে)।

এই দুর্যোগকালীন সময়ে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের অফিস কি এখন খোলা থাকে ? স্টুডেন্ট কি ভাবে ফাইল প্রসেস করবে ?

আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের এই দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইনে ফ্রী কনসালটেশান সেবা প্রদান করছি। ফ্রী কনসালটেশনের জন্য অনলাইন এপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে ৷ এছাড়া অনলাইনেই এডমিশন নোটিশ, অফার লেটার, ভিসা লেটার সহ সকল সার্ভিস প্রদান করছি ৷ স্টুডেন্টদের পাসপোর্ট ও কাগজপত্র অনলাইনেই আমাদের পাঠাতে পারবে ৷ এছাড়া স্টুডেন্টরা বিদেশে একুমোডেসন, টিউশিন ফি সব নিজে হাতে ভার্সিটিতে দিতে পারবেন ৷ ভিসা হওয়ার আগে আমরা কোন চার্জ নেই না ৷ ভিসার আগে এক টাকাও লাগবে না, নো উইন নো ফি ৷

পরিশেষে একটি বিষয় ৷
শুধু ভিসা পাওয়ার জন্য সুযোগটিকে মোটেও মিস ইউজ করা যাবে না ৷ উপরোক্ত লেখাটি শুধুই প্রকৃত শিক্ষার্থীদের জন্য, যেন করোনাভাইরাস কারো বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্নকে প্রতিহত করতে না পারে ৷
সকলের সুস্থতা কামনা করছি ৷
ঘরে থাকুন, সুস্থ থাকুন ।
নিরাপদে থাকুন ৷
স্বাস্থ্যবিধি মেনে চলুন ৷ ধন্যবাদ।

মোস্তাক আমাম্মেদ শান্ত,
এমবিবিএস
সিইও “গ্লোবাল প্রসেস লিমিটেড”

উচ্চশিক্ষা বিষয়ে যেকোন প্রশ্নের জন্য গ্লোবাল প্রসেস লিমিটেড – এডুকেশন কন্সাল্টেন্সিতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন বা অফিস ভিজিট করুনঃ
মোবাইলঃ 01752873310
🌐 গ্লোবাল প্রসেস লিমিটেড –
অফিসের ঠিকানাঃ মতিন ভিলা, হাউজ ২-বি, (৫ম তলা), রোড নাম্বার #৮, নিকুন্জ -২, খিলক্ষেত, ঢাকা ৷

Post Related Things: Mustak Ahmmed Shanto, মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto, Global Process Limited, undergraduate study abroad scholarships, i want to study abroad for free, scholarship for bangladeshi students 2020 fully funded, scholarships 2020, scholarship in canada full free ,scholarship for bangladeshi students in Canada, daad scholarship full free, scholarship for bangladeshi students in australiaবিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল, কম সিজিপিএ নিয়ে স্কলারশীপ বিনা খরচে বিদেশে পড়াশোনা, পিএইচডি করার যোগ্যতা কি, মালয়েশিয়া স্কলারশিপ ২০২০, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০২০, এইচএসসির পর বিদেশে স্কলারশিপ, জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ,স্কলারশিপ ২০১৯-২০২০, ভারতে উচ্চশিক্ষা স্কলারশিপ ,দুবাই স্কলারশিপ ,Ssc এর পর বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বিদেশে, বিদেশে বি এস সি যুক্তরাষ্ট্রের স্কলারশিপ, স্কলারশিপের খোজ খবর মনবুশো স্কলারশিপ, আমেরিকায় স্কলারশিপ ,সুইডেনে পড়াশোনার খরচ

In conclusion, Post Related Things:বিদেশে উচ্চশিক্ষার খরচ, উচ্চ শিক্ষার জন্য কোন দেশ ভাল ,দেশের বাইরে বিএসসি, ভারতে উচ্চ শিক্ষার খরচ, Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ব্রুনাই স্কলারশিপ ২০১৯-২০২০, তুরস্ক স্কলারশিপ ২০২০, ফাইন আর্টস স্কলারশিপ রাশিয়ায় স্কলারশিপ,Mustak Ahmmed Shanto, মোস্তাক আহাম্মেদ শান্ত, গ্লোবাল প্রসেস লিমিটেড, Mustak Ahmmed Shanto, Global Process Limited, undergraduate study abroad scholarships, i want to study abroad for free, scholarship for bangladeshi students 2020 fully funded, scholarships 2020, scholarship in canada full free ,scholarship for bangladeshi students in Canada, daad scholarship full free, scholarship for bangladeshi students in australia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top