বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2021 :বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি। সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন।
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। saptahik chakrir khobor potrika (pdf)
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা । chakrir dak potrika pdf download
৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের বিজ্ঞপ্তি ২০২১:বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি। সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন।
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। saptahik chakrir khobor potrika (pdf)
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা । chakrir dak potrika pdf download
87th BMA Long Course Circular 2021
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) এবং এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এবং মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ এবং এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) | সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স:৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সার্কুলার 2021
০১ জানুয়ারী ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারী ২০২২ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
প্রার্থীর জন্য অযােগ্যতা:
৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
৭। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৮। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে।
১০। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে। সেক্ষেত্রে অযােগ্য বলে বিবেচিত হবেন।
১১। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযােগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১২। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
১৩। ০৫ মার্চ ২০২১ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।
১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
১৬। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানাে কাস্টমার সাপাের্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যােগাযােগ করুন।
নির্বাচন পদ্ধতি :
১৭। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩০ মে ২০২১ হতে ০৩ জুন ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
১৮। লিখিত পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৮ জুন ২০২১ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুন ২০২১ তারিখে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১৯। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (SSB) পরীক্ষা:
লিখিত পরীক্ষায় যােগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.jssb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
২০। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে
২১। চুড়ান্ত নির্বাচন এবং যােগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যােগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘােষণা এবং পরবর্তীতে যােগদান নির্দেশিকা প্রদান করা হবে।
বিএমএ প্রশিক্ষণ:
২২। ক্যাডেটগণ একাডেমিতে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
২৩। বিএমএ প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি এমআইএসটি’তে ইঞ্জিনিয়ার ডিগ্রী (EECE, CSE, ME. CE) ও বিইউপি’তে (IR, Economics, Physics, BBA) স্নাতক (সম্মান) বিষয়ে পড়াশুনা করবেন।
২৪। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন।
২৫। ৪র্থ বৎসর বিএমএ/এমআইএসটি’তে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক (সম্মান)/ইঞ্জিনিয়ার ডিগ্রী সমূহ সম্পন্ন। করবেন ।
> প্রাপ্ত সুযােগ সুবিধা:
২৬। বেতন/ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট-এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
২৭। অন্যান্য বিশেষত্ব:
ক। বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযােগ।
খ। উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যােগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযােগ ।
গ। বাসস্থান। নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ।
ঘ। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা ।
ঙ। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযােগ। > বিশেষ নির্দেশনা ও
২৮। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়ােজনে প্রার্থীদেরকে বিএমএ’তে যােগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলাে।
২৯। ক্যাডেট কলেজ/বিএনসিসি/এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজরেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
৩০। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে।
৩১। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৫ মে, ২০২১ খ্রি.
আবেদনের শেষ তারিখঃ ২২ মে ২০২১
APPLY NOW
৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের বিজ্ঞপ্তি ২০২১:৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদানের বিজ্ঞপ্তি ২০২১, ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সার্কুলার 2021, 87th BMA Long Course Circular 2021
৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের বিজ্ঞপ্তি ২০২১:বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি। সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন।
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। saptahik chakrir khobor potrika (pdf)
আরো পড়ুন: সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা । chakrir dak potrika pdf download
87th BMA Long Course Circular 2021
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) এবং এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এবং মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ এবং এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) | সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স:৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সার্কুলার 2021
০১ জানুয়ারী ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারী ২০২২ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
প্রার্থীর জন্য অযােগ্যতা:
৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
৭। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৮। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে।
১০। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে। সেক্ষেত্রে অযােগ্য বলে বিবেচিত হবেন।
১১। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযােগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১২। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
১৩। ০৫ মার্চ ২০২১ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।
১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
১৬। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানাে কাস্টমার সাপাের্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যােগাযােগ করুন।
নির্বাচন পদ্ধতি :
১৭। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩০ মে ২০২১ হতে ০৩ জুন ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
১৮। লিখিত পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৮ জুন ২০২১ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুন ২০২১ তারিখে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১৯। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (SSB) পরীক্ষা:
লিখিত পরীক্ষায় যােগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.jssb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
২০। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে
২১। চুড়ান্ত নির্বাচন এবং যােগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যােগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘােষণা এবং পরবর্তীতে যােগদান নির্দেশিকা প্রদান করা হবে।
বিএমএ প্রশিক্ষণ:
২২। ক্যাডেটগণ একাডেমিতে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
২৩। বিএমএ প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি এমআইএসটি’তে ইঞ্জিনিয়ার ডিগ্রী (EECE, CSE, ME. CE) ও বিইউপি’তে (IR, Economics, Physics, BBA) স্নাতক (সম্মান) বিষয়ে পড়াশুনা করবেন।
২৪। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন।
২৫। ৪র্থ বৎসর বিএমএ/এমআইএসটি’তে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক (সম্মান)/ইঞ্জিনিয়ার ডিগ্রী সমূহ সম্পন্ন। করবেন ।
> প্রাপ্ত সুযােগ সুবিধা:
২৬। বেতন/ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট-এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
২৭। অন্যান্য বিশেষত্ব:
ক। বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযােগ।
খ। উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যােগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযােগ ।
গ। বাসস্থান। নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ।
ঘ। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা ।
ঙ। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযােগ। > বিশেষ নির্দেশনা ও
২৮। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়ােজনে প্রার্থীদেরকে বিএমএ’তে যােগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলাে।
২৯। ক্যাডেট কলেজ/বিএনসিসি/এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজরেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
৩০। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে।
৩১। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৫ মে, ২০২১ খ্রি.
আবেদনের শেষ তারিখঃ ২২ মে ২০২১
APPLY NOW
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2021: বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি’তে সৈনিক পদে যোগ দিন, Bangladesh Army Job Circular 2021, Bangladesh Army Job Circular 2021, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (bd Army Job Circular 2021)বিস্তারিত নিম্নে দেওয়া হলো। সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ( Shesprokash.com) -এ ভিজিট করে লাইক দিয়ে যুক্ত থাকুন। আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার সাথে মিল থাকে তবে চিত্রের ফাইলের নীচে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (Bangladesh Army Job Circular 2021)চাকরির বিজ্ঞপ্তি-২০২১ দেখতে পারেন।
Also, দয়া করে আপনার নিকটতম বন্ধুদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত করুন তবে তাদের যদি যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে মিল থাকে তবে তারা আবেদন করতে পারবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি:
২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যােগ দিন ৭৭তম ডিএসএসসি (এএমসি) – পুরুষ/মহিলা। বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি, জেএজি ও আরভিএন্ডএফসি কোরে যােগ দিন। ৫৬তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস/ইএমই/এইসি), ৩৪তম ডিএসএসসি জেএজি) এবং ৪৯তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) সেনাবাহিনীতে যােগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের Online আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ।
Bangladesh Army Job Circular 2021
বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
আবেদন নিয়ম: ২২ জানুয়ারি ২০২১ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ Trust Bank t-cash,VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
আবেদন শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি, জেএজি ও আরভিএন্ডএফসি কোরে যােগ দিন। ৫৬তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস/ইএমই/এইসি), ৩৪তম ডিএসএসসি জেএজি) এবং ৪৯তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি)।
১. শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ সহ বিএসসি (সম্মান) – Veterinary Science/DVM/DVM&AH ডিগ্রীসহ ইন্টার্নশীপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত (০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | X |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | X |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | X |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
আবেদন নিয়ম: ২২ জানুয়ারি ২০২১ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ Trust Bank t-cash,VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
আবেদন শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১
সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যােগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ।
বিশেষ পেশা (ট্রেড-২)
শিক্ষাগত যােগ্যতা:
এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ -২.৫০ পেয়ে উত্তীর্ণ। তবে পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তর্ণ হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বয়স: ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
ট্রেড-২ এর পেশা সমূহ:
কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়্যার (ইএন্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), ব্রাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার,
টেইলার এবং কাটিং এন্ড জয়েনিং (সিএন্ডজে)।
সেনাবাহিনী নিয়োগ 2021 সার্কুলার
ট্রেড-২ পেশা সংশ্লিষ্ট যােগ্যতা সমূহ:
কুক পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে। ইএন্ডবিআর পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত/সেলাই এ পারদর্শী হতে হবে। টেইলার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে। ক্ল্যারিনেট, বিবি ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। কার্পেন্টার এবং সিএন্ডজে পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিত্ত্রী কাজে পারদর্শী হতে হবে। পিডি/পেইন্টার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান (বাদক), ব্রাস ব্যান্ড পেশার কষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, বিবি ক্ল্যারিনেট, ইবি ক্ল্যারিনেট, বিবি ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
Bangladesh Army Sainik Job Circular 2021
শারীরিক যোগ্যতা:
বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
উচ্চতা (নূুনতম) | ১.৬৮ মিটার (৫ কুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষু্ নৃ-গোষ্ঠী ও সমপ্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র ন-গােষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। | ১.৬০ মিটার (৫ কুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গােষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গােষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। |
ওজন (ন্যূনতম) | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। | ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। |
বুক (ন্যূনতম) | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি),স্বীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্বীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) |
জাতীয়তা: বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
আবেদন নিয়ম: আবেদনের জন্য টেলিটকের প্রিপেইড মােবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত USER ID ও Password দিয়ে sainik.teletalk.com.bd ওয়েব সাইটে Login করে প্রবেশপত্র Download করতে হবে। পরীক্ষার সময় ও তারিখ নির্থারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। এছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট: www.army.mil.bd, joinbangladesharmy.army.mil.bd।
সেনাবাহিনী নিয়োগ
আবেদন শেষ সময়: ৩১ জানুয়ারি ০৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
আবেদন শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২১
সেনাবাহিনী জব সার্কুলার
২। ভর্তির সময় নিম্নেব্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।
(ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মুূল সনদপত্র প্রদান করতে হবে।
(খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
(গ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
(ঘ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
army circular 2021
(৬) প্রার্থীর জন্ম নিবন্ধন সনদপত্র (NID যদি থাকে) এবং পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মাট কার্ড এর সত্যায়িত ফটোকপি।
(চ) সদ্যতােলা পাসপাের্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ X ২ সেঃ মি) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের,পরিধেয় পােশাক হালকা রং এর হতে হবে।
(ছ) সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়ােজনীয় পােশাক (সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে)।
(জ) লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, ফেল ও ক্লিপবাের্ড ইত্যাদি।
(ঝ) উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।
(এ) টেইলার পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র। (ট) অনলাইন আবেদনের প্রবেশপত্র।
৩। নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
৪। প্রশিক্ষণ সেনাসদর এর সিদ্ধান্ত অনুযায়ী ০১ (এক) বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
৫। আবেদন একজন প্রার্থী যােগ্যতা অনুযায়ী ট্রেড-২ পেশায় এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে। উল্লেখ্য, কোন ক্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।
৬। নিম্নেবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না।
(ক) যে কোন সরকারী চাকুরী হতে বরখান্তকৃত।
(খ) ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত।
(গ) সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।